প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ০২:২৫

জয়পুরহাটে করোনা প্রতিরোধে ব্র্যাকের সচেতনতা কর্মসূচি

ব্যুরো প্রধান,জয়পুরহাটঃ
জয়পুরহাটে  করোনা প্রতিরোধে  ব্র্যাকের  সচেতনতা কর্মসূচি

বেসরকারী সংস্থা ব্র্যাকের উদ্যোগে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে জয়পুরহাটর পৌর শহরের অলি-গলিতে স্প্রে করা হয়েছে। ব্র্যাক আঞ্চলিক কার্যালয় জয়পুরহাটের উদ্যোগে এসব কর্মসূচি পরিচালনা করা হয়। রবিবার দুুপুরে বাটার মোড়, পূর্ব বাজার, মাড়োয়ারী পট্রি এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিবার পরিক্লপনা কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায়, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ইমরুল চৌধুরী, টেকনিক্যাল ম্যানেজার (জেন্ডার) মশিউর রহমান, জেলা ব্যবস্থাপক এইচএনপিপি স্ন্যাপ মোতাহার হোসেন প্রমূখ।ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ইমরুল চৌধুরী বলেন,করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের মানুষও হুমকির মুখে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে ভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিক ভাবে মানলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। এ কারণেই আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষেই আমরা এই লিফলেট বিতরণ করছি।
 দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে