প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ২২:৩৬
দৈনিক চাঁদনী বাজারের সৌজন্যে পাঁচবিবিতে মাস্ক ও লিফলেট বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
![দৈনিক চাঁদনী বাজারের সৌজন্যে পাঁচবিবিতে
মাস্ক ও লিফলেট বিতরণ](./assets/news_images/2020/03/30/CB20033021.jpg)
উত্তর বঙ্গের বহুল প্রচারিত ও তথ্যবহুল সংবাদ প্রকাশে প্রসংশিত “দৈনিক চাঁদনী বাজার” পত্রিকার সৌজন্যে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন করা হয়েছে। সোমবার জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড.সামছুল আলম দুদু এমপি’র সার্বিক সহযোগীতায় ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি মোঃ আল-কারিয়া চৌধুরীর উদ্যোগে উপজেলার ঢাকারপাড়া আবাসন (গুচ্ছগ্রাম) এর প্রায় ২ শতাধিক ছিন্নমূল পরিবারের মাঝে এসব মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন