প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ২২:৪২

হাকিমপুরে রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিলেন ইউএনও

হিলি প্রতিনিধি:
হাকিমপুরে রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিলেন ইউএনও

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম। 
গতকাল রবিবার রাতে উপজেলার গোহাড়া আদিবাসি গ্রাম ও কালি বটতলী গুচ্ছগ্রামের হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাবার নিয়ে হাজির হন তিনি। 
তিনি ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি চিড়া, ১ কেজি লবন ও ১ কেজি ডাল বস্তা প্যাকিং করে কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেন। এ সময় ওই সব বাড়িতে থাকা ব্যক্তিরা অবাক হয়ে যান উপজেলা নির্বাহী অফিসারকে তাদের বাড়িতে রাতে দেখে। এভাবে তিনি ঘুড়ে ঘুড়ে ১শটি পরিবারকে তার খাদ্য সামগ্রি নিজ হাতে বিতরন করেন। এ সময়  এনএসআই এর ডিপুটি ডাইরেক্টর আজম আলী,  সমাজ সেবা অফিসার কামরুজ্জামানসহ স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম বলেন, আমি কর্মহীন দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছি। যাতে করে কাউকে ঘর থেকে বের হতে না হয়। তার জন্য যতটা সম্ভব কাজ করছি।  

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে