প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৬:১১
শিক্ষক ও কাজী মাওলানা মো. আব্দুল হালিম খন্দকারের দাফন সম্পূর্ণ
সাদুল্লাপুর প্রতিনিধি
![শিক্ষক ও কাজী মাওলানা মো. আব্দুল হালিম খন্দকারের দাফন সম্পূর্ণ](./assets/news_images/2020/03/31/CB20033106.jpg)
সাদুল্লাপুর নলডাংগা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও ২ নং নলডাংগা ইউনিয়ন পরিষদের কাজী মাওলানা মো. আব্দুল হালিম খন্দকারের দাফন সম্পূর্ণ হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন লিভার ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। সোমবার (৩০ মার্চ ) রাত ১১.৪৫ মিনিটে ৭০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহীর রাজিউন..)। মঙ্গলবার সকাল ১১টায় নলডাংগা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ আদায়ের পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় । শিক্ষক ও কাজী মাওলানা মো. আব্দুল হালিম খন্দকারের মৃত্যুতে বিদ্যালয়ের সকল ছাত্র -শিক্ষক অভিভাবক ও শুভকাংখীরা গভীর শোক প্রকাশ ও রুহের মাগফেরাত কামনা করেন।