নীলফামারীর ডোমারে অর্থভাবে চিকিৎসা বঞ্চিত রঞ্জন রায়
![নীলফামারীর ডোমারে অর্থভাবে চিকিৎসা বঞ্চিত রঞ্জন রায়](./assets/news_images/2020/03/31/CB20033108.jpg)
ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হংসরাজ গ্রামের মৃতঃ বাবুচন রায়ের ছেলে রঞ্জন চন্দ্র রায় সংসারের একমাত্র উপার্জনের কর্মক্ষম ব্যক্তি। প্রায় ২বছর ধরে সিরোসিস রোগে আক্রান্ত হয়ে অর্থভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত । তিনি বলেন , আমি একজন ভূমিহীন , দিনমজুর । অন্যের বাড়িতে কামলা দিয়েই চলত সংসার। ভাড়ায় অন্যের অটো গাড়িও চালিয়েছিলাম। আমার একছেলে ও এক মেয়ে । তাদের পড়াশোনাও করাতে হয় । কিন্তু রোগে আক্রান্ত হওয়ার পর সবকিছুই যেন শেষ হয়ে গেছে। রংপুরের সেন্ট্রাল ক্লিনিক এন্ড নার্সিং হোমের ডাঃ মোঃ আব্দুল হাই (এমবিবিএস , ডিএলও , আইপিজিএমআর , ঢাকা ) এর কাছে চিকিৎসা নিয়েছিলাম। তিনি জানিয়েছিলেন যে, আমি সিরোসিস রোগে আক্রান্ত । এর রোগের জন্য অপারেশন করতে হলে প্রায় ৭০-৭৫ হাজার টাকা খবচ হবে । আমার পক্ষে এই টাকা জোগাড় করা খুবই কষ্টসাধ্য । তাই তিনি সমাজের বিত্তবানদের কাছ থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন । তার মোবাইল নং -- ০১৭১৭-৫৭৮৭১২ (বিকাশ) ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন