গাইবান্ধা প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্য সার্জিক্যাল মাস্ক ও হেক্সিসল হ্যান্ড ওয়াশ প্রদান
![গাইবান্ধা প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্য
সার্জিক্যাল মাস্ক ও হেক্সিসল হ্যান্ড ওয়াশ প্রদান](./assets/news_images/2020/03/31/CB20033109.jpg)
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় মঙ্গলবার গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড ওয়াশ প্রদান করা হয়। এসকেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য সার্জিক্যাল মাস্ক ২০০ পিস ও হেক্সিসল হ্যান্ড ওয়াশ ২ বোতল প্রদান করা হয়। গাইবান্ধা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবুকে সার্জিক্যাল মাস্ক ও হেক্সিসল হ্যান্ড ওয়াশ প্রদান করেন এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী আবু সাঈদ সুমন, আবু সোহেল ও আশরাফুল আলম। এসময় সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইদ্রিসউজ্জামানা মোনা, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সদস্য রেজাউল হক মিতা, শেখ হুমায়ন হক্কানী, আবু কায়সার শিপলু। এছাড়াও এসকেএস ফাউন্ডেশন জেলার বিভিন্ন এলাকায় দুঃস্থ, মধ্যবিত্ত ও নিম্ন পরিবারগুলোর মধ্যে প্রায় ১০ হাজার সার্জিক্যাল মাস্ক ও হেক্সিসল হ্যান্ড ওয়াশ বিতরণ করে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন