বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে কর্মহীনদের চাল বিতরণ
![বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট
থেকে কর্মহীনদের চাল বিতরণ](./assets/news_images/2020/03/31/CB20033111.jpg)
কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া কিছু সাংস্কৃতিক কর্মীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের সাতমাথায় বগুড়া সদর উপজেলা পরিষদের সহযোগিতায় কর্মহীন ও অসহায় হয়ে পড়া কিছু যন্ত্রশিল্পী, বাউল শিল্পিসহ ৩০ জন সাংস্কৃতিক কর্মীদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যারের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম টিপু, জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, আসাদ হোসেন, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, বগুড়্ াপদাতিকের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক।
চাল বিতরণকালে সকলকে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় সচেতন থাকতে বলা হয়। অযথা বাহিরে না যাওয়া, ক্ষারযুক্ত সাবান দিয়ে ৩০ সেকেন্ড হাত ধোয়া, নিজেকে পরিচ্ছন্ন রাখার আহবান জানানো হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন