প্রকাশিত : ২ এপ্রিল, ২০২০ ০৬:৫৭
সাদুল্লাপুর খোর্দ্দকোমরপুরে করোনা ভাইরাস রোধে জীবাণুনাশক স্প্রে
মশিউর রহমান সাদুল্লাপুর প্রতিনিধি
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নে চতুর্থ দিনের মত জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। মঙ্গলবার বিকেলে খোর্দ্দকোমর পুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের উদ্যোগে ধারাবাহিক ভাবে পাকুড়িয়ার মাঠ, গাছুর বাজার, নাপিত বাজার, ঝাউলার বাজারের সড়ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহনে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেন খোর্দ্দকোমর পুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি পি. কে. জীবন। এসময় উপস্থিত ছিলেন গোপাল কুমার,জনি,সায়বান,মিল্লাত, শাওন,সেতু বাধান,রিয়াজুল ইসলাম প্রমুখ।