জলঢাকায় ৫৮ বোতল ফেনসিডিল সহ ২ চোরাকারবারি কে আটক করেছে থানা পুলিশ
![জলঢাকায় ৫৮ বোতল ফেনসিডিল সহ ২ চোরাকারবারি কে আটক করেছে থানা পুলিশ](./assets/news_images/2020/04/03/CB20040303.jpg)
নীলফামারীর জলঢাকায় ২ এপ্রিল রোজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গোলমুন্ডা ইউনিয়নের বুড়িতিস্তা নদীর দুর্গম চরের হলদীবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ৫৮ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক চোরাকারবারি কে আটক করে জলঢাকা থানা পুলিশ। জানাযায় ঐ দিন রাত ৯ টার সময় অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সদর সার্কেল মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফজলুর রহমান, এসআই মোঃ মোস্তানছির বিল্লাহ, মোঃ রেজাউল হক, এএসআই শ্রী নারায়ন কুমার রায়, কনষ্টেবল/৮৪১ মোঃ মেহেদী হাসান সহ গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার গোলমুন্ডা ইউনিয়নের বুড়িতিস্তা নদীর দুর্গম চরের হলদীবাড়ী গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ একরামুল হক (৩৫), ২। মোঃ সাফিন মিয়া (২২) উভয়ের পিতা মোঃ আব্দুর রহমান, সাং-হলদীবাড়ী ০৮নং ওয়ার্ড, থানা-জলঢাকা, জেলা-নীলফামারীদ্বয় পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট হইতে ৫৮ বোতল ফেন্সিডিল ক্রয় করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে গননা করার সময় দুইজনকে হাতেনাতে ধৃত করেন । অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং গণমাধ্যম কর্মিদের জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে। মামলা নং- ১ তারিখ ০২-০৪-২০২০ইং।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন