প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২০ ০১:১৬

শেরপুরে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ॥ থানায় অভিযোগ

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ॥ থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় গত শনিবার রাতে শেরপুর থানায় ফরিদ (৩৬) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার চৌবাড়িয়া হিন্দুপাড়া গ্রামের ও বথুয়াবাড়ী মাইনিও কে,জি স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় অভিযোগটি হয়েছে। জানা গেছে, গত শনিবার দুপুর ১২ টার দিকে ধুনট উপজেলার বিলকাজুলী গ্রামের মংলা সেখের ছেলে ফরিদ ফেরি করে জিনিসপত্র বিক্রি করতে গিয়ে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ছাত্রীটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট পালিয়ে যাওয়ার সময় সিএনজি ড্রাইভার শাহআলী তাকে ধরে ফেললে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। কিছুক্ষন পরে এলাকায় ফোন করে সন্ত্রাসী বাহিনী নিয়ে মেয়ের পরিবার ও শাহআলীকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানালে তারা থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে ওই দিন রাতে ছাত্রীর পিতা ভাষা চন্দ্র দাস বাদি হয়ে শেরপুর থানায় ধর্ষনচেষ্টার অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে