প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২০ ০১:২৪

হুইপ স্বপনের পক্ষে বগুড়া শজিমেক হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষ সামগ্রী হস্তান্তর

ষ্টাফ রিপোর্টার
হুইপ স্বপনের পক্ষে বগুড়া শজিমেক
হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষ সামগ্রী হস্তান্তর

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি প্রদত্ত কোভিড ১৯ করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ ভূঁইয়া ও অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল এর হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলেদেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: সুশান্ত কুমার সরকার, সহকারী পরিচালক ডা: মামুন উর রশিদ, উপ পরিচালক ডা: আব্দুল ওয়াদুদ, সহকারী অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ, সদর উপজেলা প.প.কর্মকর্তা ডা: সমির হোসেন মিশু, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটল, পৌর আওয়ামী লীগ নেতা শেখ শামীম, সরকারী আজিজুল হক কলেজ শাখা ছাত্র লীগ সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ছাত্র নেতা গোলাম হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল কাদির শিপন প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে