প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২০ ০২:২২

বগুড়ায় করোনা আইসোলেশনে ভর্তি ৫ জনের চিকিৎসা চলছে বাড়ি ফিরলো ২

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা আইসোলেশনে ভর্তি
৫ জনের চিকিৎসা চলছে বাড়ি ফিরলো ২

বগুড়ার সরকারী মোহাম্মাদ আলী হাসপাতাল করোনা আইসোলেশন কেন্দ্রে চিকিৎসাধীন ৭ জনের মধ্যে ২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালের চিকিৎসকগণ সোমবার দুইজনকে ছাড়পত্র দিলে তারা বাড়ি ফিরে যায়। এর আগে তারা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হযেছিল। আইসোলেশনে আছে এখন ৫ জন। এরমধ্যে একজন করোনা ভাইরাসে পজেটিভ। 

সোমবার চিকিৎসকরা বলছেন ৫জনেরই অবস্থা এখন পর্যন্ত ভাল আছে। আইসোলেশনের অভিজ্ঞ চিকিৎসকরা তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ভর্তি থাকা ওই ৫জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হলেও তার রিপোর্ট এখনও আসেনি। বগুড়ায় মোট হোম কোয়ারেন্টাইনে আছে ৩৫২ জন।
বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী জানান, বগুড়ায় মোট ১০১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে ছাড়পত্র পেয়েছে ৬৫৯ জন। বর্তমানে রয়েছে ৩৫২ জন। নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৬ জনকে। 

বগুড়ার সরকারী মোহাম্মাদ আলী হাসপাতাল করোনা আইসোলেশন কেন্দ্রের তত্ত্বাবধায়ক, নুরুজ্জামান সঞ্চয় জানান, সোমবার দুইজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে আছে ৪ জন আর একজন করেনা ভাইরাসের রুগি। মোট ৫জনেরই চিকিৎসা চলছে। তারা প্রত্যেকেই এখন পর্যন্ত ভাল আছে। তাদের ঢাকায় পাঠানো নমুনার রিপোর্ট পাওয়া যায়নি।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে