পার্বতীপুরে ১১ পত্রিকা বিক্রেতাসহ ২০০ কর্মহীনকে খাদ্য সামগ্রী দিলেন- কেলোকা’র প্রধান নির্বাহী
![পার্বতীপুরে ১১ পত্রিকা বিক্রেতাসহ ২০০ কর্মহীনকে খাদ্য সামগ্রী দিলেন- কেলোকা’র প্রধান নির্বাহী](./assets/news_images/2020/04/08/CB20040809.jpg)
দিনাজপুরের পার্বতীপুরে ১১ পত্রিকা বিক্রেতা ও ২০০ জনকে খাদ্য সামগ্রী দিলেন পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা)’র প্রধান নির্বাহী প্রকৌশলী শাহ্ সুফি নুর মোহাম্মাদ। পার্বতীপুরে পত্রিকা বিক্রি ব্যবসার সাথে জড়িত ১১ পত্রিকা বিক্রেতা ও করোনায় কর্মহীন আমেরিকান ক্যাম্পের ২০০ জনকে ৫০০ মাস্ক, জনপ্রতি ৭ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, শুকনা মরিজ, কাপড় কাচা সাবান, ১ কেজি লবন ও ডেটল সাবান কর্মহীন মানুষদের মাঝে বিতরন করা হয়।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে নিরাপদ দুরত্ব বজায় রেখে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার অফিসার ক্লাব চত্তরে এসব খাদ্য সামগ্রী প্রদান করেন (কেলোকা)’র প্রধান নির্বাহী। এসময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন ও কেলোকা অফিসার ক্লাবের সাধারন সম্পাদক মো: ময়েনউদ্দীন প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন