প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০ ২৩:৩৫

তাড়াশে ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী দিলেন এমপি আজিজ

মনিরুল (তাড়াশ সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
তাড়াশে ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী দিলেন এমপি  আজিজ

সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও মানবতার ফেরিওয়ালা অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ তার নির্বাচনী এলাকায় ব্যাক্তিগত তহবিল থেকে গভীর রাত পর্য়ন্ত দিন মজুর ও অসহায় দুঃস্থ ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি আব্দুল আজিজ বলেন, করোনা ভাইরাসের কারণে নির্বাচনী এলাকার অনেক নিম্ন আয়ের লোকজন বাড়ি থেকে বের হতে না পেরে কর্মহীন হয়ে পড়েছে। এজন্য তারা উপার্জনও করতে পারছেনা। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক যতদিন প্রয়োজন ততদিন ওইসব দিনমজুর পরিবারকে ব্যাক্তিগত ও সরকারী উদ্দ্যোগে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়া হবে।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর, দেশীগ্রাম, গুল্টাবাজার, বিনসাড়া ও পৌর এলাকার উত্তর ওয়াবধা বাধ এলাকায় কর্মহীন দিনমজুর ও অসহায় দুঃস্থ  পরিবারের মধ্য এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবণ ইত্যাদি। ত্রাণ বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও ,মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, এমপির ব্যক্তিগত সহকারী কামরুল হক রাসেল ও সিরাজ সরকার প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে