প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০ ১৯:৫৩

করোনার প্রভাবে জয়পুরহাটে পোল্ট্রি শিল্প রক্ষায় সাংবাদিক সম্মেলন

ব্যুরো প্রধান,জয়পুরহাট
করোনার প্রভাবে জয়পুরহাটে পোল্ট্রি শিল্প রক্ষায় সাংবাদিক সম্মেলন

করোনা ভাইরাসের করাল থাবায় জয়পুরহাটে ক্ষতিগ্রস্থ পোল্ট্রি সেক্টরে আর্থিক প্রণোদনা,ব্যাংক সুদ মওকুফ,ঋণ পরিশোধে সময় বাড়ানো সহ নাম মাত্র সুদে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন জেলা পোল্ট্রি শিল্প মালিকরা। জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে ক্ষতিগ্রস্থ পোল্ট্রি শিল্প মালিকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবিগুলো পেশ করেন। জানা গেছে, করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুসারে যানবাহন না চলায় এবং মানুষ ঘর থেকে বের না হওয়ায় ক্রেতাদের চাহিদাও কমে গেছে। তাই মুরগির দাম কমেছে কেজিতে ৫০ টাকা আর ডিম হালিতে ১৬ টাকা। একদিনে বাচ্চার দাম নেমেছে ১২ টাকায় । এতে হ্যাচারি মালিক এবং খামারিরা বড় লোকসান গুনছেন। এ অবস্থা স্বাভাবিক করতে এই সংবাদ সম্মেলন
 
সংবাদ সম্মেলনে পোল্ট্রি শিল্প মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আনোয়ারুল হক আনু। তিনি বলেন,করোনার কারণে জেলায় সম্ভাবনাময় পোল্ট্রি শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। লক্ষ লক্ষ মুরগী,ডিম ও বাচ্চা অবিক্রিত থাকায় অবিরত লোকসানের কারণে জেলার পোল্ট্রি খাতে ধ্বস নেমেছে। লাখ লাখ শ্রমিকের বেতন সুবিধা আটকে গেছে। এ অবস্থায় সরকারের সহযোগীতা ছাড়া কোনভাবেই এ শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মাহফুজার রহমান, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহসভাপতি আহসান কবির এপ্লব, সহ অন্যান্যরা।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে