প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০ ১৬:০২
সাদুল্লাপুর খোর্দ্দকোমর পুরে কর্মহীনরা পেলেন খাদ্য সহায়তা
মশিউর রহমান, সাদুল্লাপুর প্রতিনিধি
![সাদুল্লাপুর খোর্দ্দকোমর পুরে কর্মহীনরা পেলেন খাদ্য সহায়তা](./assets/news_images/2020/04/13/CB20041307.jpg)
সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমর পুরে কর্মহীন ৪০ দিনমজুরের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার(১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ছোট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, বাংলাদেশ আওয়ামীলীগ খোর্দ্দকোমর পুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মামুন মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগ খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার সভাপতি পি.কে জীবন। এ ছাড়াও উপস্থিত ছিলেন রহুল আমিন, সাগর কুমার,সাওন,সেতু,রিয়াজুল,সিয়াম,আতাউর প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন