প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০ ১৮:২৮

রায়গঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ৫০ বস্তা চালসহ তিন জন আটক

আসাদুল, রায়গঞ্জ প্রতিনিধি:
রায়গঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ৫০ বস্তা চালসহ তিন জন আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কালো বাজারে পাচারের অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাব। এসময় ৫০ বস্তা চালসহ বহনকৃত ট্রাকটি জব্দ করা করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ জানান, রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতি বাজারে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-১২ সহযোগীতায় একটি অভিযান পরিচালিত হয়।

এ সময় খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল একটি ট্রাকে করে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবার সময় রায়গঞ্জ উপজেলার চকগোবিন্দপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল সাত্তার(৫০), ঘুড়কা পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আবুল হাশেম(২৫) ও আব্দুর রহমানের ছেলে সাদেক আলী (৩২) আটক করা হয়। এ সময় ওই ট্রাকে থাকা ৫০ বস্তা চাল জব্দ করা হয়। পরে আটককৃত তিন ব্যক্তি ও জব্দকৃত ৫০ বস্তা চাল র‌্যাবের হেফাজতে দেয়া হয়। এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। এ ছাড়াও ওই অভিযানে সরকারি আদেশ অমান্য করে যাত্রী পরিবহন করার অপরাধে ১৮ টি যানবাহন কে মোট ৩২ হাজার চারশ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২ সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট এম.এম. ইমরান হাসান।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে