প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০ ১৮:৩১

পাবনায় ত্রাণের চাল চুরি করে দল থেকে বহিস্কার হলেন আ‘লীগ সভাপতি চেয়ারম্যান কোরবান আলী

পাবনা প্রতিনিধি
পাবনায় ত্রাণের চাল চুরি করে দল থেকে বহিস্কার হলেন আ‘লীগ সভাপতি চেয়ারম্যান কোরবান আলী

সরকারি ত্রাণের চাল চুরির দায়ে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগ কোরবান আলী সরদারকে সভাপতি’র পদসহ সকল পদ থেকে বহিস্কার করেছে জেলা আওয়ামীলীগ। বহিস্কৃত কোরবান আলী ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনায় ১৪ এপ্রিল দুপুরে পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও পাবনা সদর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেসবিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিস্কারের ওই পত্রে উল্লেখ করা হয়েছে, অদ্যকার ১৪ এপ্রিল থেকে কোরবান আলী সরদার দলীয় পদসহ বিভিন্ন পদ থেকে বহিস্কৃত হলেন। উল্লেখ্য, সোমবার রাত ৯ টায় পাবনার বেড়ার ঢালারচরের বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউন হতে র‌্যাব সদস্যরা ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ তাকে হাতেনাতে আটক করে। পরে মামলা দায়েরের পর তাকে ওই চালসহ আমিনপুর থানায় সোর্পদ করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে