প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০ ০০:২১

শেরপুরে পরিত্যক্ত অবস্থায় ৪শ কেজি চাউল উদ্ধার

শুভ কুন্ডু, শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে পরিত্যক্ত অবস্থায় ৪শ কেজি চাউল উদ্ধার

বগুড়ার শেরপুর থেকে চোরাই ৪শ কেজি সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪এপ্রিল) বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন হামছায়াপুর (কাঁঠাল তলা) এলাকা থেকে চালগুলো উদ্ধার করেন-শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামসেদ আলাম রানা। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন এই চালগুলো (করোনা ভাইরাস) নামক ভয়াবহ যুদ্ধ মোকাবিলায় অসহায় ও নিম্নবিত্তদের মধ্যে বিক্রি ও বন্টনের কথা ছিলো। এ ঘটনায় চোরা চালানের সাথে জড়িত চক্রের ব্যপারে কোনো তথ্য দিতে পারেনই কেউই। চোরাই চালগুলোর সাথে জড়িত চক্র এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা নিয়ে নানা প্রশ্ন উড়ছে স্থানীয় সচেতন মহলে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী সেখ চাঁদনী বাজারকে জানান, উপজেলার হামছায়াপুর পালস্ জেনারেল হাসপাতালের সামনে পরিত্যক্ত অবস্থায় চাল পরে আছে এমন তথ্য স্থানীয় গ্রাম পুলিশদের কাছ থেকে পেয়ে সহকারি কমিশনার (ভূমি) জামসেদ আলাম রানা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জব্দকৃত চাল উপজেলা হলরুমে রুমে রাখা হয়। তিনি আরও জানান, আমরা উর্ধতন কর্তীপক্ষকে বিষয়টি অবগত করেছি এবং তাদের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে