প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০ ২২:৪৫

লিচু সহ দশটি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
লিচু সহ দশটি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের লিচু বাগানের লিচুসহ ১০টি গাছ কেটে ফেলেছে কে বা কারা। উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বুধবার সকালে নুরুল ইসলাম একই গ্রামের বাসিন্দা এরশাদুলের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের আবুল হোসেনের ছোট ছেলে মো. এরশাদুলের সাথে একই গ্রামের কৃষক নুরুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জের ধরেই সে বুধবার গভীর রাতে আমার লিচুর বড় বড় ১০টি গাছ কেটে নষ্ট করে ফেলে। ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, আমার লিচুর ১০টি ফল ধরা গাছ কেটে ফেলেছে। এর চাইতে যদি আমাকে মেরে ফেলতো তাও আমার ছেলে-মেয়েরা শান্তি পেতো।

অভিযুক্ত এরশাদ বলেন, আমার নামে যে অভিযোগ থানায় দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি তাদের লিচুর বাগান কোথায় তাই জানি না। এটা আমাকে বিপদে ফেলার জন্য করিয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার এসআই মাজেুদুর রহমান বলেন, বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। তদন্ত চলছে। তদন্ত করে বিষয়টির ব্যবস্থা নেয়া হবে। তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে