বঙ্গবন্ধু ও মন্ত্রিসভা নিয়ে কটুক্তি করায় বগুড়ায় শিবির নেতা গ্রেপ্তার
![বঙ্গবন্ধু ও মন্ত্রিসভা নিয়ে কটুক্তি করায়
বগুড়ায় শিবির নেতা গ্রেপ্তার](./assets/news_images/2020/04/18/CB20041803.jpg)
জাতির জনক বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশের মন্ত্রিসভা নিয়ে কটুক্তি করাসহ সরকার বিরোধী গুজব ও বিভিন্ন উস্কানী মূলক পোষ্ট প্রদানের অভিযোগে বগুড়ায় ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে সাইবার পুলিশ বগুড়া ইউনিটের অভিযানে গ্রেপ্তার হওয়া আহম্মেদ সাব্বির (২৮) শাজাহানপুর উপজেলার শিয়ালচাপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। সে ঐ এলাকারই ছাত্রশিবিরের সাথী (শিবিরের বিশেষ পদবী) ছিলো। শনিবার বিকেলে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিষয়টি নিশ্চিত করেন। বগুড়া জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সাব্বিরের পিতা আনিসুর রহমানের মৃত্যবরণ করার আগ পর্যন্ত শাজাহানপুর উপজেলা জামাতের আমিরের দায়িত্বে ছিলেন। ২০১৩-২০১৪ সালে শাজাহানপুর থানার ঘটে যাওয়া নাশকতা ঘটনার পর বিচারাধীন মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামী হিসেবে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালে আনিসুর রহমান মারা যান। সাব্বির ২০০৬ সালে শিবিরের গুরুত্বপূর্ন সাথী পদ অর্জন করে।
সে তার নিজস্ব ডিভাইস এর মাধ্যমে তার নিজ নামে ফেসবুক আইডি এবং পেজ খুলে জাতির জনক বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশের মন্ত্রিসভা নিয়ে কটুক্তি করাসহ সরকার বিরোধী গুজব ও বিভিন্ন উস্কানীমূলক পোষ্ট করে যাচ্ছিল। পরে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা দুইটি সিমকার্ডসহ একটি স্মার্টফোন ও আলতাফুন্নেছা খেলার মাঠ লেনের জিএস ভবনের অফিসে রক্ষিত একটি ডেক্সটপ কম্পিউটার উদ্ধার ও জব্দ করে। তার পরিচালিত ফেসবুক পেজগুলোর ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে শনিবার বগুড়া সদর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন