প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০ ১৯:৫০

করোনায় মৃত্যুবরণকারীদের জানাযায় পিপিই দিলেন কমফোর্ট ডায়াগনস্টিক

আসাদুল, রায়গঞ্জ প্রতিনিধিঃ
করোনায় মৃত্যুবরণকারীদের জানাযায় পিপিই দিলেন কমফোর্ট ডায়াগনস্টিক

করোনায় মৃত্যুবরণকারীদের জানাযায় পিপিই দিলেন কমফোর্ট ডায়াগনস্টিক এবং দা হালি কুরআন মাল্টিমিডিয়া স্কুল, বর্তমান বিশ্বে ভয়াবহ এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর লাশ দাফন নিয়ে মানুষের মধ্যে এক বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় রায়গঞ্জ উপজেলায় করোনা সংক্রমণে যদি কোন মানুষ মৃত্যুবরণ করে তাহলে সেই লাশ দাফন করার জন্য নিজের সুরক্ষা পোশাক বিতরণ করেছে কমফোর্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, চান্দাইকোনা এবং প্রস্তাবিত দা হলি কুরআন মাল্টিমিডিয়া স্কুলের চেয়ারম্যান ডেন্টিস্ট মোঃ মাহবুব আলম শেখ, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শামীমুর রহমান এর নিকট দশটি পিপিই  জমা দেন এবং রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং সেক্রেটারির জন্য দুইটি সহ অন্যান্য মোট ২৭ টি পিপিই বিতরণ করেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে