প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০ ০২:১১

নন্দীগ্রামে কৃষকের ধান কাটলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
নন্দীগ্রামে কৃষকের ধান কাটলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিক

বগুড়ার নন্দীগ্রামে প্রান্তিক কৃষকের ধান কেটে গোলায় তুলে দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক ও অন্যান্য নেতাকর্মীরা। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা ভাইরাসে কৃষি শ্রমিক সংকট সমাধানে কৃষকের ঘরে বোরো ধান তুলতে স্বেচ্ছাশ্রমে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সুমির চন্দ্র, সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাজশাহী বিভাগীয় দ্বায়িত্বপ্রাপ্ত কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিনের নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলা কৃষকলীগের উদ্দ্যেগে গত শনিবার সকালে উপজেলার কুমিড়া পন্ডিত পুকুরে কৃষক আহাদ আলীর ১০ বিঘা জমির ধান কাটা হয়।

ধান কাটা কর্মসমূচিতে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক নিজে জমিতে নেমে ঐ কৃষকের ধান কেটে দেন। উক্ত ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহন করেন, বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, কৃষি সম্প্রসারন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক আবুল কাশেম আজাদ, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুম, আব্দুলাহেল বাকী, রকি, মনির শেখ সহ দেড় শতাধিক নেতাকর্মী । 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে