প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০ ০১:১১

৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ দিলেন এমপি দুদু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ দিলেন এমপি দুদু

প্রাণঘাতী করোনা ভাইরাসের আতংকে সবাই যখন ঘরে বসে তখনও নিজের জীবনের ঝুঁকির কথা না ভেবে জনগণের অসহায়ত্বের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার কর্মহীণ ঘরে বসে থাকা রিকশা-ভ্যান চালক থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুর ৩০ হাজার অসহায় পরিবারের মাঝে নিজস্ব তহবিল চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও সাবানসহ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ এ্যাড.সামছুল আলম দুদু। এর আগে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিলে জেলা-উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আ.লীগের নেতাকর্মীদের হাতে ৪০ হাজার সাবান, ২৫ হাজার মাস্ক ও দেড় টন জীবাণু নাশক ব্লিচিং পাউডার বিতরন করেন বলে জানান এমপি দুদু।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে