প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০ ০১:১১
৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ দিলেন এমপি দুদু
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
![৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ দিলেন এমপি দুদু](./assets/news_images/2020/04/27/CB20042703.jpg)
প্রাণঘাতী করোনা ভাইরাসের আতংকে সবাই যখন ঘরে বসে তখনও নিজের জীবনের ঝুঁকির কথা না ভেবে জনগণের অসহায়ত্বের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার কর্মহীণ ঘরে বসে থাকা রিকশা-ভ্যান চালক থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুর ৩০ হাজার অসহায় পরিবারের মাঝে নিজস্ব তহবিল চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও সাবানসহ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ এ্যাড.সামছুল আলম দুদু। এর আগে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিলে জেলা-উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আ.লীগের নেতাকর্মীদের হাতে ৪০ হাজার সাবান, ২৫ হাজার মাস্ক ও দেড় টন জীবাণু নাশক ব্লিচিং পাউডার বিতরন করেন বলে জানান এমপি দুদু।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন