প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০ ২২:২০

শিবগঞ্জে লক ডাউন অবমাননা করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা ৩ হাজার ৯শত টাকা জরিমানা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে লক ডাউন অবমাননা করায় ভ্রাম্যমান 
আদালত পরিচালনা ৩ হাজার ৯শত টাকা জরিমানা

মরণ ঘাতি করোনা ভাইরাস এর কারণে বগুড়া জেলা লক ডাউন ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলা লক ডাউনের আওতায় পড়ায় ব্যবসায়ীরা লক ডাউনকে অমান্য করে দোকান পাঠ খোলা রাখলে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার কার্যক্রমের আওতায়  সোমবার সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, বাংলাদেশ সেনা বাহিনীর টহল টিমের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা সদর, আমতলী, গনেশপুর, মোকামতলা এলাকায় ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।

এসময় তিনি শিবগঞ্জ সদর এলাকার নীমতলা ছোঁয়া বস্ত্রলয়ে ২ হাজার টাকা, লেডিস কর্নার দর্জির দোকানে ৫শত, আমতলী এলাকার সরকার ইলেক্ট্রনিক্স এ ১ হাজার, সুমাইয়া ইলেক্ট্রনিক্স এ ৪শত টাকা দোকান খোলে রাখার অপরাধে জরিমানা আদায় করেন। মৌলী মন্ডল এর সাথে কথা বললে তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে দোকান খোলা রাখবে তারে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে