প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০ ২১:১৩

জলঢাকায় আরও দুই করোনা রোগী সনাক্ত

আল ইকরাম বিপ্লব জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ
জলঢাকায় আরও দুই করোনা রোগী সনাক্ত

নীলফামারীর জলঢাকায় আরও দুই জনের শরীরে করোনা ভাইরাস কোভিড-১৯ এর উপস্থিতি মিলেছে। মঙ্গলবার বিকেলে জলঢাকা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আক্রান্ত এলাকার ৪টি বাড়ীকে লকডাউন করে রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আক্রান্তদের বয়স যুবক (১৮) ও মহিলা (২০) তারা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা ডাঙ্গাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রেজওয়ানুল হক জানান আক্রান্ত ওই দুই জন সম্প্রতি গার্মেন্টস ছুটি ঘোষনা করলে ঢাকা গাজীপুর থেকে বাড়ী আসে। কয়েকদিন পর তাদের শরীরে কোভিট-১৯ এর উপসর্গ দেখা দিলে গত ২৫ এপ্রিল জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের রক্তের নমুনা সংগ্রহ করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। মঙ্গলবার বিকেলে তাদের রক্তে কোভিড-১৯ এর উপস্থিতি মিলে। সংক্রমনের বিষয় জানতে চাইলে তিনি জানান পরিবারের পক্ষ থেকে জানায় তারা সম্প্রতি গার্মেন্টস ছুটির পর ঢাকা গাজিপুর থেকে বাড়ীতে আসে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে