প্রকাশিত : ৯ মে, ২০২০ ২১:২৯

জলঢাকায় ওসি'র হস্তক্ষেপে চার মাসের শিশু ফিরে পেল মা

আল-ইকরাম বিপ্লব জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ
জলঢাকায়  ওসি'র হস্তক্ষেপে চার মাসের শিশু ফিরে পেল মা

নীলফামারীর জলঢাকা মাথাভাঙ্গা দেওয়ানী পাড়ায় ফারজানা আক্তার এর চার মাসের শিশু উদ্ধার করে দিলেন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। থানা সুত্রে জানা যায় গত ২ বছর পূর্বে ফারজানা আক্তার এর সাথে মাথাভাঙ্গা দেওয়ানি পাড়ার সৈয়দ আলীর পুত্র সোহেলের বিবাহ হয়। ঘরসংসার করা কালীন অবস্থায় গত ৪ মাস পূর্বে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। বিবাহের পর হইতে ফারজানা আক্তার এর সাথে তার শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এরই একপর্যায়ে গত ৬ এপ্রিল স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে সোহেল রানা  তার চার মাসের সন্তান ফাহিমকে নিজের আয়ত্তে রেখে ফারজানা আক্তার কে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ফারজানা আক্তার জলঢাকা থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানতে পেরে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করে চার মাসের শিশুটি কে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে