প্রকাশিত : ১১ মে, ২০২০ ০৭:৫২
জয়পুরহাটে আশা’র উদ্যোগে ত্রাণ হস্তান্তর
ব্যুরো অফিস,জয়পুরহাট:
![জয়পুরহাটে আশা’র উদ্যোগে ত্রাণ হস্তান্তর](./assets/news_images/2020/05/11/CB20051102.jpg)
জয়পুরহাটে বেরসরকারী উন্নয়ন সংস্থা আশা’র উদোগে করোনা ভাইরাস মোকাবেলায় ২শ প্যাকেট ত্রাণ সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমানের নিকট হস্তান্তর করা হয়েছে। রোববার বেলা ১১টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসারের হাতে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন আশা’র ক্ষেতলাল অঞ্চলের আরএস মমিন হোসেন খন্দকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা ক্ষেতলাল ব্রাঞ্চের ম্যানেজার মোস্তফা কামাল, বটতলী ব্রাঞ্চের ম্যানেজার আসাদুল ইসলামসহ বিভিন্ন শাখার কর্মকর্তাগন।
এ বিষয়ে আরএস মমিন হোসেন বলেন-করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা দেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুইশ কর্মহীন মানুষের জন্য আশা’র পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী ইউএনও মহোদ্বয়ের হাতে হস্তান্তর করা হলো।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন