প্রকাশিত : ১৫ মে, ২০২০ ০২:১০

জয়পুরহাটে সেনা বাহিনীর ত্রাণ বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা

ব্যুরো প্রধান,জয়পুরহাট :
জয়পুরহাটে সেনা বাহিনীর ত্রাণ বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা

জয়পুরহাটে করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে মাঠ পর্যায়ে পুলিশ ও র‌্যাবের পাশাপশি সেনা বাহিনীর সদস্যদের টহল অব্যহত রয়েছে। তারা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া আক্তারের নেতৃত্বে জয়পুরহাট শহরের নিউমেির্কট,মাছুয়া বাজর সহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় সামাজিক দূরত্ব না মেনে ব্যবসা পরিচালনা করায় নিউমার্কেটে ফেমাস বস্ত্রবিতানকে ৩০০০টাকাসহ বেশ কয়েকটি দোকান মালিককে জরিমানা করেছেন নির্বাহী মেজিষ্ট্রেট। 

উল্লেখ্য ১৫ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জয়পুরহাট জেলার সকল বিপনী বিতান ও শপিং মল বন্ধের ঘোষনা দিয়েছেন জেলা প্রশাসক। অপর দিকে সেনা বাহিনীর পক্ষ থেকে অসহায় কর্মহীন ৭টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান সেনা বাহিনীর জয়পুরহাট জেলায় দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মোরসালিন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে