প্রকাশিত : ২৪ মে, ২০২০ ০০:৪০

‘জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক কর্মীদের ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান।’

শাহাদাৎ হোসেন,ব্যুরো প্রতিনিধি,জয়পুরহাটঃ
‘জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক কর্মীদের ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান।’

গতকাল জয়পুরহাট প্রেসক্লাবে জেলা পরিষদের উদ্যোগে জেলার সাংস্কৃতিক কর্মীদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করা হয়েছে। বিকেল ৫ঘটিকায়  প্রেসক্লাবের অভ্যন্তরে এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরন করা হয়।

জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য প্রভাষক সুমন কুমার সাহা’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, বিশেষ অতিথি  প্রেসক্লাবের সাধারন সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর ও মাসুদ রানা প্রমূখ।

বক্তারা বর্তমান বৈশ্বিক দূর্যোগে সমাজের অসহায় দুস্থ শিল্পীদের কথা মাথায় নিয়ে তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেবার জন্য জেলা পরিষদের বর্তমান পর্ষদ কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি আগামি দিনগুলোতে এমনি ভাবে  ঘরে থাকা মানুষগুলোকে ,মানবীক সহায়তা প্রদান করে সত্যিকারের মানব সেবায় এগিয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন ।

বক্তারা আরোও বলেন বর্তমান প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার দক্ষতার কারনে  এহেন দুর্যোগ পরিস্থিতিতেও কোন মানুষকে অহাহারে রাত্রি যাপন করতে হয়নি।আসন্ন ঈদ উপলক্ষে সবাইকে রাষ্ট্রের নির্ধারিত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক নিরাপত্তা বিধানে অধিক সচেতন থাকার পরামর্শ প্রদান করেন। নচেৎ আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশংকা প্রকাশ করেন।  

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে