প্রকাশিত : ২৪ মে, ২০২০ ০০:৪২

জয়পুরহাটে বিএনপির নির্যাতিত নেতাকর্মীর পরিবারে ঈদ উপহার

ব্যুরো প্রতিনিধি জয়পুরহাট
জয়পুরহাটে বিএনপির নির্যাতিত নেতাকর্মীর পরিবারে ঈদ উপহার

বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সংসদস্য মোজাহার আলী প্রধান ফাউন্ডেশন উদ্যোগে বিএনপির নির্যাতিত নেতাকর্মীর পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার  (২৩ মে) দুপুরে নতুনহাট এলাকায় মোজাহার আলী প্রধানের নিজ বাসভবনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভপতি অধ্যক্ষ শামছুল হক, আমিনুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক আবু রাইহান উজ্জল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান প্রমুখ। 

বক্তারা বলেন, মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। এর ফলে দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। অবিলম্বে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা নিশ্চিত করাও এখন অতীব জরুরি। এই সরকারের আমলে  অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম, জেল-জুলুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে