প্রকাশিত : ২৪ মে, ২০২০ ০০:৪৯

‘জয়পুরহাটে এন,এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ইফতার বিতরন’

ব্যুরো অফিস,জয়পুরহাটঃ
 ‘জয়পুরহাটে  এন,এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ইফতার বিতরন’

বৈশ্বিক করোনা দূর্যোগে গত ২৫ মার্চ থেকে চলছে লকডাউন। ইতোমধ্যে রাজশাহী বিভাগের হটস্পট  জেলা হিসেবে জয়পুরহাট করোনা পজেটিভ রোগীর সংখ্যা শীর্ষে। দীর্ঘদিন বাসা থেকে বের হতে না পারায় সমাজে খেটে খাওয়া মানুষ নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। এসকল মানুষকে সরকার নিরবিচ্ছিন্ন ভাবে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সামর্থবান মানুষ এসকল মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

গতকাল শহরের পাঁচুর মোড়ে এন,এ মাদকাসক্ত পূনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ৩০০জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।পবিত্র ২৭ রমযান উপলক্ষে বিরিয়ানীর প্যাকেটগুলো রোযাদার মুসল্লিদের মাঝে তুলে দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বিপ্লব সরকার পিটার।উপস্থিত ছিলেন তাজিম আহমেদ,মিঠু দেওয়ান ও বাঁধনসহ প্রতিষ্ঠানটির আরোও অনেকে।   

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে