প্রকাশিত : ৩ জুন, ২০২০ ১৫:১৫

বগুড়ায় সীমার জামিন সংক্রান্ত প্রকাশিত সংবাদে তথ্যগত ভুল থাকায় পত্রিকার পক্ষ থেকে দু:খ প্রকাশ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সীমার জামিন সংক্রান্ত প্রকাশিত সংবাদে 
তথ্যগত ভুল থাকায় পত্রিকার পক্ষ থেকে দু:খ প্রকাশ

দৈনিক চাঁদনী বাজার অনলাইন পত্রিকায় প্রকাশিত বগুড়ায় ২৪ ঘন্টার মধ্যেই মাদক ব্যবসায়ী সীমার জামিন মঞ্জুর শীর্ষক শিরোনামে সংবাদে তথ্যগত ভুল থাকায় আমরা পত্রিকার পক্ষ থেকে আন্তরিকভাবে দু:খিত। বগুড়া আদালত সূত্রে জানা গেছে, স্বাভাবিক নিয়মেই তার জামিন মঞ্জুর হয়েছে। এক্ষেত্রে পত্রিকায় প্রকাশিত সংবাদে যে তথ্যগত ত্রুটি হয়েছে তার জন্য একজন রিপোর্টার হিসেবে আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়া বারের যে আইনজীবি সীমার পক্ষে জামিনের আবেদন করেছিলেন তিনি জানান, সীমার সাথে ৩ বছরের শিশু থাকায় বিশেষ বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়েছে কিন্তু মামলা থেকে তাকে বাদ দেয়া হয়নি। তিনি আরো জানান, প্রতি তারিখে তাকে হাজিরা দিতে হবে। আমার সংবাদ করার ক্ষেত্রে প্রথমে আইনজীবির সাথে কথা না বলায় এই ত্রুটি হয়েছে। এর পরে আদালত সম্পর্কিত সংবাদ প্রকাশের পূর্বে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবো।

উপরে