প্রকাশিত : ৪ জুন, ২০২০ ২০:৪৪

বগুড়ায় করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির প্রায় ৪৫ মিনিট পর মারা গেছেন জহুরুল ইসলাম বাবু (৫৫) নামের এক ব্যক্তি। সে বগুড়া সদরের শৈলালপাড়ার বাসিন্দা। তিনি ওষুধ কোম্পানিতে চাকুরি করতেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল।
ডা. কাজল জানান, বুধবার করোনা উপসর্গ নিয়ে টিএমএসএস হাসপাতালে ভর্তি হন বাবু। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে বৃহস্পতিবার সকাল পৌণে ৮টায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির সময় তিনি সঙ্গাহীন ছিলেন এবং তার পালস কাজ করছিল না। পরে তিনি মারা যান।তিনি আরও জানান, মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং লাশ দাফনের জন্য জীবাণুমুক্ত ও স্বাস্থ্যবিধি মোতাবেক জানাজা করে বাড়িতে পাঠানো হবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে