প্রকাশিত : ৭ জুন, ২০২০ ১৫:০৩

জয়পুরহাটে একঝাক উদ্যোমী কিশোরের সামাজিক ও মানবিক কার্যক্রম

ব্যুরো প্রধান,জয়পুরহাটঃ
জয়পুরহাটে একঝাক উদ্যোমী কিশোরের সামাজিক ও মানবিক কার্যক্রম

হাইস্কুলের গন্ডি পেরিয়ে এখনও কলেজে পদার্পন হয়নি! কিন্তু তাতে কি! সপ্তম থেকে দশম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা প্রতিষ্ঠা করেছে ‘পাশে আছি বন্ধু তোমার’ নামে একটি মানবিক সহায়তা সংগঠন। এবারের বৈশ্বিক দূর্ভোগে মানবিকতার অনন্য উদাহরণ রেখেছে এই ক্ষুদে শিক্ষার্থীরা। খবর নিয়ে জানা গেছে স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে অসহায় ১শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। সংগঠনটির নেতৃত্বে থাকা দশম শ্রেণীর শিক্ষার্থী মেশকাত মাহিন মিফা জানায় গত ঈদুল ফিতরেও নিম্ন আয়ের অসহায়দের মাঝে সেমাই চিনি বিতরন করেছে।

গতকাল জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায় ক্ষুদে মানবিকত সংগঠনের ফেরীওয়ালারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন নার্সারী থেকে চারা সংগ্রহ করে এবং নিজেরাই আবাদি জমি ও বিভিন্ন রাস্তায় চারাগুলি রোপন করে। অল্প বয়সী এ সকল শিক্ষার্থীদের এমন মানবিক কার্যক্রমে প্রত্যক্ষদর্শীরা ভুয়সী প্রশংসা করে বলেন –এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে