প্রকাশিত : ১২ জুন, ২০২০ ২১:৪৫
জয়পুরহাটে সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু
আক্কেলপুর জয়পুরহাট প্রতিনিধিঃ
![জয়পুরহাটে সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু](./assets/news_images/2020/06/12/Joypurhar.jpg)
জয়পুরহাটে সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।নিহত নজরুল ইসলাম আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
(ওসি) আবু ওবায়েদ জানান, নজরুল ইসলাম প্রচন্ড গরমে নিজ বাড়িতে সিলিং ফ্যান মেরামত করছিলেন। এ সময় সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতা বশত সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন নজরুল । পরে দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন