প্রকাশিত : ১৯ জুন, ২০২০ ২০:৪৯

বগুড়ায় করোনা আক্রান্ত ১০৫

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা আক্রান্ত ১০৫

বগুড়া জেলায় ২৪ ঘন্টায় আরো ১০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৭০ জন, নারী ৩৩ জন এবং শিশু দুইজন। শুক্রবার দুপুর ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। ডা. মোস্তাফিজুর রহমান জানান, আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৬৮ জন, গাবতলীতে ৩ জন, দুপচাঁচিয়ায় ২ জন, শাজাহানপুরে ৮ জন, শেরপুরে ২ জন, সোনাতলায় ১৫ জন, শিবগঞ্জে তিন জন, কাহালু, ধুনট,  আদমদীঘি  ও  নন্দীগ্রাম উপজেলায় ১জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ১৫৮টি নমুনার মধ্যে ৩০ জন পজিটিভ ও  টিএমএসএ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮টি নমুনার মধ্যে বগুড়ার ১৭৫টি নমুনা পরীক্ষার ফলাফলে ৭৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে বগুড়ায় মোট করোনা আক্রান্ত ১৯২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯৫ জন, মারা গেছেন ২৭ জন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে