প্রকাশিত : ২০ জুন, ২০২০ ২৩:৪৮

বগুড়ায় নতুন করে ৬২জন করোনায় আক্রান্ত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় নতুন করে 
৬২জন করোনায় আক্রান্ত

বগুড়ায় গত ১৯ জুনের ফলাফলে ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৯৮৫ জন করোনায় আক্রান্ত হলেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার বেলা ১১টায় এ তথ্য জানান।বগুড়ার স্বাস্থ্য দপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাবে শুক্রবার (১৯ জুন) ২৬৬টি নমুনার পরীক্ষা হয়েছে। তার মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২৬জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ৭৮টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩৬টি পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত ৬২ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ২১ নারী এবং বাদবাকি ২জন শিশু রয়েছে। 

ডা. মোস্তাফিজুর রহমান জানান, শজিমেক ও টিএমএসএস এর ফলাফলে পজিটিভ  ৬২ জনের মধ্যে সদরের ৪৯ জন, সোনাতলায় ৭জন, শিবগঞ্জ, শাজাহানপুর, গাবতলী, সারিয়াকান্দি, শেরপুর ও আদমদীঘিতে নতুন  একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানান, জেলায় নতুন করে আরও দুইজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ এ দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন সুস্থ ২জন হওয়ায় জেলায় সুস্থতার সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে