বগুড়ায় করোনায় ২ জনের মৃত্যু
![বগুড়ায় করোনায় ২ জনের মৃত্যু](./assets/news_images/2020/06/20/CB-Braking1.jpg)
বগুড়ায় করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া ২জনের লাশই কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গাবতলীর কাগইল ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের কৃষক জালাল উদ্দিন প্রামাণিক (৫৫), হাসপাতালে নেয়ার সময় আইনজীবীর সহকারীর মৃত্যু হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক আবদুল ওয়াদুদ বলেন, কয়েকদিন আগে বিভিন্ন উপসর্গ নিয়ে জালাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় শুক্রবার তিনি করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হন। এদিন রাত আটটায় তাঁর মৃত্যু হয়। এদিকে বগুড়া শহরের কাটনারপাড়া আলোর মেলা স্কুলসংলগ্ন মারা যাওয়া আইনজীবীর সহকারীর নাম নূরুল ইসলাম (৫৩)। গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ঘোলাগাড়ি এলাকায়। ১২ জুন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হন। এরপর বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। সঙ্গে সঙ্গে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং পরে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন