প্রকাশিত : ২২ জুন, ২০২০ ২০:০৩

বগুড়ায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সভা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ডায়াবেটিস ও উচ্চ 
রক্তচাপ প্রতিরোধে সভা

বগুড়ায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে প্রচারনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ব্যুারো স্বাস্থ্য অধিদপ্তর লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কর্তৃক আয়োজিত ও ধ্রুব কথাচিত্র এর সহযোগিতায় প্যাকেজ নং এইচইপি - এস- ০৫/২০১৯-২০ এর আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান এর উপস্থাপনায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে স্বাস্থ্য করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বলা হয়, ডায়াবেটিস কী, গর্ভকালীন ডায়াবেটিকস, ডায়াবেটিকস রোগের লক্ষণ, ডায়াবেটিস কিভাবে হয়, ডায়াবেটিস কাদের হয়, ডায়াবেটিস প্রতিরোধের উপায়, উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপের প্রকার ভেদ, উচ্চ রক্তচাপের উপসর্গ উচ্চ রক্তচাপের পরীক্ষা এবং নিয়ম মাফিক শরীর চর্চা করা। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সাজ্জাদ উল হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবা খাতুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে