প্রকাশিত : ২৪ জুন, ২০২০ ২১:৫১

বগুড়ায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত গাড়ির যন্ত্রাংশের ব্যবসায়ী শহীদুল্লাহ সরকার’র (৭৭) মৃত্যু হয়েছে। হাসপাতালের কোভিড ইউনিটে বুধবার ভোর রাত চারটার দিকে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। সে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা এবং বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় তাঁর ব্যবসা রয়েছে।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে শহীদুল্লাহ হাসপাতালের কোভিড ইউনিটে ২২ জুন সকালে ভর্তি হন। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই দিন সন্ধ্যায় তিনি করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন। মঙ্গলবার রাতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। এ অবস্থায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় শহীদুল্লহর লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে