প্রকাশিত : ২৬ জুন, ২০২০ ২১:০২

বগুড়ায় যমুনা নদীতে পানি বেড়ে বিপদসীমার ৩৭ সে:মি: নিচে

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় যমুনা নদীতে পানি বেড়ে 
বিপদসীমার ৩৭ সে:মি: নিচে

বগুড়ায় যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। করোনায় ডেঞ্জার জোন হয়ে উঠা বগুড়ায় এবার লড়াই করতে যাচ্ছে বন্যার সাথে। বগুড়া পানি উন্নয় বোর্ড কর্মকর্তারা বলছেন বগুড়ায় বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রতি ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।বগুড়ার সারিয়াকান্দি উপজেলা যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি বৃদ্ধির সংবাদে নদী পাড়ের জনবসতিরা সাবধানতা নিতে শুরু করেছে। এখনো পানি লোকালয়ে প্রবেশ করেনি। যমুনা নদী পানিতে বেশ ফুলে উঠলেও এখনো রাক্ষুসি হয়ে উঠেনি। পানি বাড়তে থাকলে যে কোন সময় রাক্ষুসি হয়ে উঠবে। গত এক সপ্তাহ ধরে পানি বাড়ছে সারিয়াকান্দি ও ধুনট উপজেলা পয়েন্টে। এদিকে ধুনটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে টানা এক সপ্তাহে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহে কমপক্ষে ২০০ মিটার আবাদি জমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে।

এদিকে পানি বৃদ্ধি পেয়ে ভান্ডারবাড়ি ইউনিয়নের বৈশাখী, রাধানগর, নিউ সারিয়াকান্দি, শহড়াবাড়ি পুকুরিয়া, কৈয়াগাড়ি, বরইতলী, বানিয়াজান ও শিমুলবাড়ি চরের আউশ ধান ও পাটক্ষেতে পানি প্রবেশ করছে। পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে নদীর পূর্ব তীরে আবাদি জমি ভেঙে বিলীন হচ্ছে। গত এক সপ্তাহে কমপক্ষে ২০০ মিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানা গেছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মাহবুবুর রহমান জানান, শুক্রবার বিকালে বগুড়ার সারিয়াকান্দি মথুরাপাড়া পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে এখন পর্যন্ত বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো বাড়বে বেড়ে বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বন্যার সময়ে যমুনা নদীতে পানি বেড়ে থাকে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে