প্রকাশিত : ২৬ জুন, ২০২০ ২১:১৪
বগুড়া নতুন করে ৮৬ জনের করোনা
ষ্টাফ রিপোর্টার
![বগুড়া নতুন করে
৮৬ জনের করোনা](./assets/news_images/2020/06/26/CB-Braking2.jpg)
বগুড়ায় নতুন করে ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার সকালে অনলাইন প্রেস বিফ্রিংয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬০২ জনে দাঁড়ালো। ২৬ জুন সকাল পর্যন্ত সরকারিভাবে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৩ জনের কথা বলা হয়। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৭ জন। নতুন করে উপজেলা ভিত্তিক আক্রান্ত হয়েছে বগুড়া সদরে ৫৪ জন, শেরপুরে ১০, গাবতলী ৫, সারিয়াকান্দি ৪, ধুনট ৪, শাজাহানপুর ৩, শিবগঞ্জ ৩, কাহালু ২ এবং দুপচাঁচিয়া ১ জন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন