দুপচাঁচিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন
![দুপচাঁচিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন](./assets/news_images/2020/06/26/CB200626013.jpg)
দুপচাঁচিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গত ২৬জুন শুক্রবার সকালে উপজেলার তালোড়া পৌর এলাকার ৩নং ওয়ার্ডের সাবলা কালীবাড়ী মন্দির এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী তাজু, তালোড়া পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিনুর রহমান আমিন, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম নজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মামুনুর রশিদ রাজু, সহসভাপতি শহিদুল ইসলাম, এন.কে আলম, দুপচাঁচিয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নাঈম হোসেন, তালোড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, এনামুল হক সরদার, সৌরভ, সাবলা কালী মন্দির কমিটির সভাপতি মিলন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পর্যায়ক্রমে তালোড়া পৌর এলাকায় ১হাজার বনজ, ফলদ ও ওষুধী গাছ লাগানো হবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন