প্রকাশিত : ২৭ জুন, ২০২০ ২১:৫১
বগুড়া নতুন করে পুরুষ নারী শিশুসহ ৬৭ জনের করোনা
ষ্টাফ রিপোর্টার
![বগুড়া নতুন করে পুরুষ নারী
শিশুসহ ৬৭ জনের করোনা](./assets/news_images/2020/06/27/CB-Braking1.jpg)
বগুড়ায় নতুন করে ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার সকালে অনলাইন প্রেস বিফ্রিংয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৬৯ জনে দাঁড়ালো। জেলায় করোনায় মারা গেছেন এখন পর্যন্ত সরকারি হিসেবে ৪৭ জন এবং সুস্থ হয়েছেন ৩২২ জন। এর সাথে শনিবার দুপুরে সুস্থ হয়েছেন আরো ২২ জন। ২৭ জুন সরকারিভাবে বলা এই হিসাব মুলত ২৬ জুনের। জেলায় করোনার হিসাব একদিন পরপর প্রদান করা হয়ে থাকে। নতুন করে উপজেলা ভিত্তিক আক্রান্ত হয়েছে বগুড়া সদরে ৫৬ জন, শেরপুরে ৪জন, শিবগঞ্জ ৩, ধুনট২, শাজাহানপুর ও কাহালুতে ১ জন করে আক্রান্ত হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে ৪০ জন পুরুষ, ২২ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন