প্রকাশিত : ২৭ জুন, ২০২০ ২১:৫৭

বগুড়ায় করেনায় ১ ও উপসর্গে ২ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করেনায় ১ ও 
উপসর্গে ২ জনের মৃত্যু

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। করোনা উপসর্গে শিবগঞ্জের বিমল সাহা (৫০) ও জেলা সদরের ছোট কুমিড়ার ফরিদ উদ্দিন (৫৬) মারা গেছেন। আরে করোনা নিয়ে মারা গেছেন গাবতলীর মুজাহিদুল ইসলাম (৪৫)। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. খায়রুল বাশার মোমিন জানান, হাসপাতালে উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। ফরিদ উদ্দিন বগুড়া সদরের রাজাবাজারে ব্যবসা করতেন। তিনি করোনা উপসর্গ থাকায় টিএমএসএস এ নমুনা দিয়েছেন। এরমধ্যে তার শ^াসকষ্ট দেখা দিলে তিনি হাসপাতালে ভর্তি হন। শনিবার বেলা ১২ টায় তিনি মারা যান। এছাড়া শুক্রবার বিকালে শিবগঞ্জ বুড়িগঞ্জের  বিমলকে আইসিইউতে নেয়ার পর মারা যান। তিনি আরো জানান, শুক্রবার বগুড়ার এই হাসপাতালে গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকার বাসিন্দা করোনায় পজিটিভ মুজাহিদুল ইসলাম (৪৫) মারা যান। তিনি গাজীপুরের একটি কোম্পানীতে চাকুরী করতেন। শুক্রবার রাত ১২ টায় তিনি মারা যায়। ২০ জুন সে হাসপাতালে ভর্তি হয়েছিল। সকলের লাশ স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের বগুড়ার স্বেচ্ছাসেবীরা দাফন করেছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে