প্রকাশিত : ২৮ জুন, ২০২০ ১৯:০৭

এএসআই শওকত আলম সিদ্দিকীকে ষোলবার শ্রেষ্ঠ হওয়ায় ডিআইজি কর্তৃক ক্রেস্ট প্রদান

ষ্টাফ রিপোর্টার
এএসআই শওকত আলম সিদ্দিকীকে 
ষোলবার শ্রেষ্ঠ হওয়ায়  ডিআইজি কর্তৃক ক্রেস্ট  প্রদান

রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য কর্তৃক ২৩-০৬-২০২০ইং তারিখে তিন মাসের পর্যলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোবিন্দগঞ্জ থানায় কর্মরত (আইজিব্যাচ প্রাপ্ত) এএসআই মোঃ শওকত আলম সিদ্দিকীকে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়েছে । এএসআই শওকত আলম সিদ্দিকী  ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এ নিয়ে ষোলবার শ্রেষ্ঠ হয়েছেন। এ দিকে এএসআই শওকত আলম সিদ্দিকী ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ডিআইজি দেবদাস ভট্রাচার্য কর্তৃক ক্রেস্ট এবং ষোলবার শ্রেষ্ঠ হওয়ায় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং কর্মক্ষেত্রে আরো সাফল্য অর্জন কামনা করে বিবৃতি প্রদান করেছেন,গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফেরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক বি,কম শিখা রানী দত্ত।

অন্যান্যের মধ্যে তার সাফল্য কামনা করেছেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক বাবু শ্যমলেন্দু মোহন রায় জীবু, সিনিয়র সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম মন্ডল, ফোরাম সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, নুর আলম আকন্দ, সহ সম্পাদক বাবু কালামানিক দেব, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবাহান মন্ডল, দপ্তর সম্পাদক মুরশিদা আক্তার সুইটি, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান প্রধান, প্রচার সম্পাদক, মোস্তাফিজুর রহমান, কার্যকরি সদস্য তাজুল ইসলাম প্রধান,তারাজুল ইসলাম,সাইদুল ইসলাম শেখ ও সাধারন সদস্য সাংবাদিক মনিরুজ্জামান মিন্টু প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে