প্রকাশিত : ২৮ জুন, ২০২০ ১৯:১০

বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বাবুর বাবার হৃদরোগে মৃত্যু: শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার
বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বাবুর
বাবার হৃদরোগে মৃত্যু: শোক প্রকাশ

বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক উত্তরের দর্পন সম্পাদক আব্দুস সালাম বাবুর পিতা, জেলা পরিষদের অবসরপ্রাপ্ত কর্মচারি আক্কাছ আলী প্রামানিক হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন)। রবিবার বাদ মাগরিব শহরের টিনপট্টি জামে মসজিদে নামাজে জানাযা শেষে নামাজগড় গোরস্থানে দাফন করা হয়। 

তিনি রবিবার দুপুরে নিজ বাসায় যোহরের নামাজ পড়ার পর বগুড়া শহরের ঝাউতলায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বগুড়া প্রেসক্লাব সদস্য সাখাওয়াত হোসেন জনি ও শহিদুল ইসলাম জাহিদের বাবা। জেলার কাহালু উপজেলায় হলেও  চাকুরী সুত্রে তিনি দির্ঘদিন ধরে পরিবার নিয়ে জেলা শহরের বড়গোলায় বসবাস করতেন। 

এদিকে তাঁর মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের বর্তমান সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আারিফ রেহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া স্পোর্টস্ রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এইচ আলিম, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুর রশীদ শাহীন, সাধারণ সম্পাদক আব্দুর রহীম, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া আনন্দকণ্ঠ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, আসাদ হোসেন, আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আলমগীর কবির,

কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক ফজরে রাব্বী, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, প্রবীর মোহন্ত, আব্দুল মোবিন জিন্নাহ, শিরীন সুলতানা, আব্দুল আউয়াল, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, বাঙময় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে