প্রকাশিত : ২৮ জুন, ২০২০ ১৯:১২

বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ৪৪

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় 
নতুন শনাক্ত ৪৪

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১৩ জনে।রোববার (২৮ জুন) সকালে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় ১৭০টি নমুনার ফলাফলে নতুন ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ  ২৯জন, নারী ১৩ জন ও শিশু ২ জন রয়েছে। উপজেলাভিত্তিক সদরে ২৩, শেরপুর ৮, শিবগঞ্জ ৩, ধুনট ৬, শাজাহানপুর ৪, আদমদীঘি ২ ও দুপচাচিয়াতে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ৩২ জন পজিটিভ, টিএমএসএস এর ৮২ ফলাফলে ১২ জন পজিটিভ। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হয়েছেন ২৭১৩ জন। এর মধ্যে বগুড়া সদর উপজেলায় আছেন মোট ১৮৮৬ জন। মোট আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩৫২ জন। আর মারা গেছেন ৪৮ জন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে