প্রকাশিত : ৩০ জুন, ২০২০ ১৯:৫৬

বগুড়া মেডিকেলে ৫০ বেডের করোনা ওয়ার্ড চালু

ষ্টাফ রিপোর্টার
বগুড়া মেডিকেলে ৫০ 
বেডের করোনা ওয়ার্ড চালু

বগুড়ায় করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে যাওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ৫০ বেডের করোনা ওয়ার্ড চালু করা হলো। রোববার থেকে চালু করার পর এই হাসপাতালে রোগিও ভর্তি করা হচ্ছে। এই হাসপাতালে ৫০ শযার মধ্যে ৫টি শয্যা আইসিইউ ইউনিট করা হয়েছে।বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) সুত্রে জানা যায়, গত ২৬ মার্চ বগুড়ায় ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালকে করোনা রোগিদের জন্য আইসোলেশন কেন্দ্র করে গড়া হয়। আইসোলেশন কেন্দ্রে ১২০ শয্যার ইউনিট গড়া হয়। কিন্তু দিনে দিনে বগুড়ায় করোনা রোগি বেড়ে প্রায় ২৯০০ জন দাঁড়িয়েছে। এ কারণে বগুড়া মেডিকেলে ৫০ শয্যা বাড়ানো হলো। এই হাসপাতালের মাইক্রোবায়েলজি বিভাগে গত ২০ এপ্রিল পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাব চালু করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ রেজাউর আলম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।  

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে